নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ ১৮ জুন রোববার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৬০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯১২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭