নিম্নমুখী প্রবণতায় লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে  নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে এগারটা পর্যন্ত এ প্রবণতা অব্যাহত রয়েছে।  এ সময় পর্যন্ত  সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে ধীর গতিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৩১ পয়েন্টে। একঘণ্টায় ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০৩ কোটি ৭৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার সিএসইতে সব সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৮৯ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছ ২৫টির দর। সিএসইতে একঘণ্টায় ৩ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে ।

আজকের বাজার:এসএস/এলকে ১০ ডিসেম্বর ২০১৭