নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৭ জানুয়ারি নিম্নমুখী প্রবণতায়  লেনদেন চলছে । যা বেলা সাড়ে ১১টায়ও অব্যাহত রয়েছে। এ সময় পর্যন্ত সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে ধীর গতিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ  (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯৩ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। একঘণ্টায় ডিএসইতে ১০৯ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৪৬৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। একঘণ্টায় সিএসইতে ৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮