ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ ১১ জুন রোববার বেলা সোয়া ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯২৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
আজকের বাজার:এলকে/এলকে/ ১১ জুন ২০১৭