নিম্নমুখী সূচকে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার২৮ জানুয়ারি বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। সেই সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে ধীর গতিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)  ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৫০ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৩, সিএসই-৩০ সূচক ১৬৮, সিএসসিএক্স ৮২ এবং সিএসআই ১২ পয়েন্ট কমেছে।
ডিএসইতে একঘণ্টায় ১১০ কোটি ২৫ লাখ টাকার এবং সিএসইতে ১৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২২১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির এবং সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দর।

আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮