নিম্নমুখী সূচকে লেনদেন শেষ

দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী সূচকে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার,৭ডিসেম্বর দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই’র দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে,  বৃহস্পতিবার,৭ ডিসেম্বর সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ।

সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

আজকের বাজার:এসএস/এলকে ৭ ডিসেম্বর ২০১৭