একটানা ২দিন ঊধমূখী প্রবনতায় লেনদেন চললেও আজ দিনের শুরু থেকেই নিম্নমূখী প্রবনতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। সেইসাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরও দর হারিয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা ১ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৩ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৪ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩৪০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭ টির, দর কমেছে ২২০ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৬ কোটি ২৮ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ১৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৭৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৯৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১২৮ টির, দর বেড়েছে ৪১ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ২৭ টির দর।
আজকের বাজার/মিথিলা