নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন চলছে। ৩০ মিনিটে ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৬১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩০২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির দর কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৩২ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৭৫ টির দর বাড়ে ৪৩ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৮ টির দর।

 

আজকের বাজার/মিথিলা