সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ঊত্থানে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।গতকালকের মতো আজও সারাদিন জুড়েই সূচকের ওঠানামা অব্যাহত ছিল বাজারে।তবে সূচকের উত্থানেই লেনদেন শেষ হয় আজ । লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হয়েছে। আগেরদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমানও। দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৩০৯ কোটি ৬০ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬ টির দর কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩০ কোটি ১৩ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৩০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৮ টির দর বাড়ে ১৫১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৪ টির দর।
আজকের বাজার/মিথিলা