সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলে। দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। আজ মোট লেনদেন হয়েছে ৪২৯ কোটি টাকা ৬৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১২৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির দর কমেছে ২৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২০ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৭৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৮৮ টির দর বাড়ে ৭২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৩ টির দর।
আজকের বাজার/মিথিলা