দেড় ঘন্টায় লেনদেন ১২৫ কোটি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে ডিএসইতে সূচক নিম্নমূখী হলেও সিএসইতে ঊর্ধমূখী সূচকে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে।  ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১২৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৩৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির দর কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৭১ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ১১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩২৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৪৬ টির দর বাড়ে ৭১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৮ টির দর।

 

আজকের বাজার/মিথিলা