সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূচকের নিম্নমূখী প্রবনতা দেখা যায়।দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি টাকা ৯৯ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ২২৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির দর কমেছে ২১৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১০ কোটি ২২ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৫ টির দর বাড়ে ৬৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৩ টির দর।
আজকের বাজার/মিথিলা