টানা তিন দিন বন্ধের পর আজ সপ্তাহের প্রথম দিনে দেশের উভয় পুঁজিবাজারেরই নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। সকালে কিছুটা সূচকের উত্থান দেখা গেলেও নিম্নমূখী প্রবনতা নিয়ে লেনদেন শেষ হয়েছে । সূচকের পাশাপাশি লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর হাড়িয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩০৯ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ১৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ২৯৬ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৮২ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২১৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৬৬ টির, দর কমে ১১২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৪০ টির দর।
আজকের বাজার/মিথিলা