নিম্নমূখী প্রবনতায় শেষ হলো লেনদেন

আজ বুধবার দেশের উভয়স্টক এক্সচেঞ্জেই নিম্নমূখী প্রবনতায় লনদেন শেষ হয়েছে। গত দিনের ধারাবাহিকতায় মোট লেনদেনের পরিমানও কমে গেছে আজ। ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ৪১৪ কোটি ৬৯ টাকা যা গত দিনের চেয়ে প্রায় ২১ কোটি ১১ লাখ টাকা কম।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৯৩ টির, বেড়েছে মাত্র ১০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৪১৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১১ কোটি ৩৮ লাখ ৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৩১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৮১ টির, দর বাড়ে মাত্র ১২২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৮ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা