নিম্নমূখী সূচকে বেড়েছে লেনদেন

চলতি সপ্তাহের দ্বিতীয় কাযদিবস সোমবার টানা নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে আজ লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোর্টি বেশি। দিনশেষে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫৯৫ কোটি ৭৮ লাখ টাকা। তবে আজ দর হারায় লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৪৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৯২ টির দর কমেছে ২২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৭৪ কোটি ১৭ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৫ টির দর বাড়ে ৯৫ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৩ টির দর।

 

আজকের বাজার/মিথিলা