সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে। । এক ঘন্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৯৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯ টির দর কমেছে ৩০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৪৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২০৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৮৪ টির দর বাড়ে ১৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৮ টির দর।
আজকের বাজার/মিথিলা