নিম্নমূখী সূচক সূচকে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিন জুড়েই সূচকের পতনে লেনদেন হয়েছে আজ। দিনশেষে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩৮৪ কোটি ৯৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৫৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪৬ টির দর কমেছে ২৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৯০ টির দর বাড়ে ৪৪ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৬ টির দর।

 

আজকের বাজার/মিথিলা