নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : ইন্টারনেট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না।

আজ রোববার সকালে রাজধানীর পূর্বরাজা বাজারে নাজানীন স্কুল অ্যান্ড কলেজের ৫৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জেনেছি বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিল। আসামি ধরা পড়েছে, সে বর্তমানে চিকিৎসাধীন রযেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানতে পারবো।

হামলাকারী পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে সেখানে প্রবেশ করলো-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা তদন্ত করে দেখবো। এর আগে কিছু বলা ঠিক হবে না।

আগেও বেশ কয়েকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল, সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা বা বিচার না হওয়ায় কী এই হামলা হয়েছে-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিচার বাদ নেই, সব বিচার হচ্ছে। সব চার্জশিট হচ্ছে, শুধু একটি হত্যার ঘটনায় চার্জশিট হয়নি।

আজকেরবাজার/এইচজে