নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে যাবে বাংলাদেশ :প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে যাবে টাইগাররা। এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর এখনো নিশ্চিত নয়, নিরাপত্তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সকল নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে পাঠানো হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।’

বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তান ঘুরে এসেছে, তারা কী রিপোর্ট দিয়েছে? জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ রিপোর্টটা এখনো আমি জানি না।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সফরসূচি অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বলেছিলেন, পাকিস্তান সফরে যেতে রাজি নয় কোনো কোনো ক্রিকেটার, আবার কেউ কেউ রাজিও আছে।

শুধু টি-টুয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলতে কিছুতেই রাজি নয় বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্তে নানা প্রতিক্রিয়া হচ্ছে পাকিস্তানে।

আজকের বাজার/আরিফ