নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেবেন। খবর তাস’র।

বার্তা সংস্থা তাস’র এক সংবাদদাতা জানান, মন্ত্রীকে বহনকারী এই বিমান উত্তরাঞ্চলীয় রুট হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এই যাত্রায় তার সময় লাগে ১২টা ৪৫ মিনিট। এই সময়ে তিনি বন্ধুহীন অনেক দেশ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পৌঁছেন।

সফরে ল্যাভরভের সাথে রাশিয়ার সাংবাদিকরা ২৫ মাইল ভ্রমণের কোন নিষেধাজ্ঞা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা পান।
এরআগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি প্রতিনিধি মারিয়া জাখারোভা তাস’কে বলেন, ল্যাভরভ ২২ থেকে ২৪ জানুয়ারি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যক্তিগতভাবে অংশ নিতে নিউইয়র্ক সফর করবেন। এই ব্যাপারে সেখানে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। (বাসস ডেস্ক)