নিরাপত্তা পরিষদে ইরানের কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।

প্রতি তিন মাসে একবার আয়োজিত এ বৈঠক প্রায় চল্লিশটি দেশের অংশগ্রহণে ১৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়।

ইরানের প্রচলিত অস্ত্র হস্তান্তর নিষিদ্ধকরণের জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করে সিরিয়া লেবানন ও ইয়েমেনের সংঘাতময় অঞ্চলে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দোষারোপ করেন নিকি হ্যালি।

যুক্তরাষ্ট্র এ ধরণের ঘটনা থেকে কখনও দৃষ্টি সরিয়ে রাখেনা উল্লেখ করে নিরাপত্তা পরিষদের প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহবান জানান তিনি।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ইসরাইল-ফিলিস্তিন প্রসঙ্গের কোন উল্লেখ তিনি করেন নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা ২০১৫ সালের পরমাণু চুক্তি ইরানের মেনে চলার সত্যায়ণ প্রদান অস্বীকার করার পর এ মন্তব্য করলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

বিষয়টি যে আলোচ্যসূচীতে অন্তর্ভুক্ত ছিলনা সেদিকে আলোকপাত করে নিকি হ্যালির মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা। পরমাণু চুক্তি যে মেনে চলা উচিৎ, ব্রিটেন ও জাপানের প্রতিনিধিরা তাঁদের সেই অবস্থানের পুনরুল্লেখ করেছেন।

সূত্র : এনএইচকে

আজকের বাজার : এমএম / ১৯ অক্টোবর ২০১৭