ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ নারীসহ নিহত ৩৭

ভারতের মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ নারীসহ কমপক্ষে ৩৭ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের গড়চিরোলি জেলায় এ ঘটনা ঘটেছে।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্র ও ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৪ ঘন্টা সংঘর্ষের পর বিদ্রোহীদের এসব মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গেলো মাসে, ছত্তিশগড়ের সুকমা জেলায় রাস্তার পাশে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমায় ৯ পুলিশ সদস্য নিহত হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৯ সাল থেকে ওই অঞ্চলে সহিংসতায় সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এস/