নিরাপত্তা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন ৩টি চুক্তি স্বাক্ষর

দুদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন তিনটি চুক্তি স্বাক্ষর করেছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সচিবালয়ে সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।

চীনের স্টেট কাউন্সিলর এবং জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ঝাও কেঝি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠকে দুদেশের হয়ে নেতৃত্ব দেন।

বৈঠকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চীনের সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকের আগে আসাদুজ্জামান খানের উপস্থিতিতে চীনা মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ঝাও কেঝি। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ বছর চীন থেকে বাংলাদেশে এটি সর্বোচ্চ পর্যায়ের সফর। তথ্যসূত্র-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ