নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে শুক্রবার বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।
আল নূর নামের ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাসুদ।
প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, ‘স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।’
ঐ ঘটনার পর সামাজিক যোাগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ত্রাসী হামলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এই হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের কিছু গণমাধ্যম।
এই হামলার কারনে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে ৩য় টেস্ট।