পোশাক খাতের বাইরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ শিল্পক্ষেত্রে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে ২০০ থেকে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার,২৭ এপ্রিল সচিবালয়ে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ এবং ‘মহান মে দিবস’ উপলক্ষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার এ তথ্য জানিয়েছেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন, ‘২০০ থেকে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। পুরো টাকা সরকার দেবে। রি-রোলিং মিল, বয়লার ও কেমিক্যাল নিয়ে যারা কাজ করছে, জাহাজ নির্মাণের ক্ষেত্রে সেফটি নিশ্চিত করার জন্য কারখানা পরিদর্শন অধিদফতরের মাধ্যমে আমার এই পরিকল্পনা নিয়েছি। খুব তাড়াতাড়ি আমার এটা সরকারের কাছে প্লেস (উপস্থাপন) করব।’
এ সময় প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘শ্রম আইন অনুযায়ী যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সেটাই হচ্ছে কর্মস্থল। সেই অনুযায়ী দেশে এখন ৮৩ লাখ ইকনোমিক ইউনিট আছে। যা পরিদর্শনের আওতায় রয়েছে। কিন্তু আমার কি ৮৩ লাখ ইকনোমিক ইউনিটকে একসঙ্গে (নিরাপত্তা নিশ্চিত করা) পারব? আমরা পারব না। এজন্য আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি।’ তিনি আরো বলেছেন, ‘প্রথমে গার্মেন্টসকে আমরা অগ্রাধিকার দিয়েছি, এখন আমার প্রকল্প করে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে কাজ করব। সব খাতেই এটা করতে হবে।’
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শুক্রবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস
শুক্রবার,২৮ এপ্রিল জাতীয় পেশাগত সেইফটি এবং স্বাস্থ্য দিবস পালন করা হবে জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেছেন, ‘দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- শোভন কর্মপরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ তিনি আরো বলেছেন, ‘নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কর্মক্ষেত্র একজন শ্রমিকের আইনগত ও মৌলিক অধিকার।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় একটি র্যালি ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে থেকে শুরু হয়ে খেজুরবাগান বঙ্গবন্ধু মঞ্চ মোড় হয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে গিয়ে শেষ হবে। র্যালিতে তিনি নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। মুজিবুল হক বলেছেন, ‘সকাল ১০টায় জাতীয় পেশাগত সেইফটি ও স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।’ ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর শিল্প এলাকায় তিনদিনব্যাপী ট্রাক-শো হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মহান মে দিবসের বিভিন্ন আয়োজন
আগামী ১ মে মহান মে দিবস পালনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। তিনি বলেছেন, ‘এ বছর মে দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- শ্রমিক-মালিক গড়ব দেশ/এগিয়ে যাবে বাংলাদেশ।’ মিকাইল শিপার বলেছেন, ‘অন্যান্য বছরের মতো এবারও মে দিবসের মূল আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। এ দিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা অনুষ্ঠান হবে।’
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য র্যালি হবে। র্যালিটি দৈনিক বাংলার মোড় শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর পাশ দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। র্যালিতে সরকার, মালিক, শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেবেন বলেও জানিয়েছেন সচিব।
আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭