নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও নিরাপদ সড়কসহ নয় দফা দাবি আদায়ে রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা।
বুধবার (০১ আগস্ট) সকাল ১০টার পর থেকে চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা চট্টগ্রামের জামালখান সড়ক ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে জামালখান সড়কের একমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেলা যতো গড়াচ্ছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিতে দেখা যাচ্ছে।
বর্তমানে চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।
আজকের বাজার/এমএইচ