নিরাপদ সড়কের দাবি নিয়ে আজ বৃহস্পতিবারও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেকেই যোগ দিয়েছেন সেই আন্দোলনে। আজও রাজপথের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দেখা গেছে বেশ কয়েকজন শোবিজ তারকাদের।
বৃষ্টিতে ভিজে রাস্তায় বসে আন্দোলনে অংশ নিতে দেখা যায় বেশ কয়েকজন নাট্য নির্মাতা, অভিনয় শিল্পীদের। এসময় শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে নানা রকম স্লোগানও দেন তারা।
অভিনেতা লুৎফর রহমান জর্জ, অভিনেত্রী মনিরা মিঠু, অর্ষা, নির্মাতা সাগর জাহান, চয়নিকা চৌধুরীসহ অনেকেই বৃহস্পতিবার সকাল থেকে আছেন উত্তরার রাস্তায়, অংশ নিচ্ছেন আন্দোলনে।
এদিকে গতকাল বুধবার শুটিং বন্ধ রেখে উত্তরায় আন্দোলন করতে দেখা যায় পরিচালক সকাল আহমেদ, অভিনয় শিল্পী জাকিয়া বারী মম, নাদিয়া আহমেদ, নওশীন, অর্ষা, তৌসিফকে। শাহবাগে মানববন্ধনে অংশ নিতে দেখা যায় অভিনয় শিল্পী জ্যোতিকা জ্যোতি, নওশাবাকে।
প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় আহত হয় ১০-১৫ জন শিক্ষার্থী।
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। এ ঘটনায় দিয়ার বাবা রোববারই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।
দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার তাদের আন্দোলরে পঞ্চম দিনেও স্থবির হয়ে রয়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।
আজকের বাজার/এমএইচ