নির্ধারিত সময়েই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস ব্যবসায়ীদের

আসন্ন রোজার ঈদকে সামনে রেখে আগামী ১০ জুনের মধ্যে শ্রমিকদের মে মাসের বেতন এবং ১৪ জুনের মধ্যে উৎসব ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (৩১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপনে তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি সময় মতো পরিশোধের বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং এফসিসিআইয়ের নেতারা এই আশ্বাস দেন।

ঈদের আগে সময়মতো শ্রমিকদের পাওনা নিশ্চিত করতে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক করেন, সেখানেও তারা নির্ধারিত সময় বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, নির্ধারিত সময়েই শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হবে। কিছু ছোট-খাট প্রবলেম থাকবে, সেগুলো সমাধানের চেষ্টা করব। সবার মতো শ্রমিকরাও হাসি মুখে বাড়ি যাবেন।

শিল্প পুলিশ ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বিজিএমইএ-এর ১৫টি মনিটরিং কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ১৪ জুন ছুটির আগে বেতন-বোনাস শান্তিপূর্ণভাবে দিয়ে দেব।

সিদ্দিকুর বলেন, যেসব প্রতিষ্ঠান বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ-এর সদস্য নয়, তাদের নিয়ে সমস্যা হয়। এবার তারাও বলেছেন, সময়মত বেতন-ভাতা দিয়ে দেবেন।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এখন রোল মডেল। সেফটি ইস্যুতে আমরা অনেক দেশের তুলনায় ভালো। আপনারা কোনো রকম উসকানি ও বিপথগামীদের ষড়যন্ত্রে পা দেবেন না। বেতন-ভাতা বকেয়া রেখে কেউ ঈদ করতে যায়নি, আগামীতেও যাবে না। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে ঈদ করতে যাব না, এটা আমি এনশিউর করছি।

বিকেএমইএ-এর একজন ভাইস প্রেসিডেন্ট বলেন, ঈদে শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমত দেব। আমাদের প্রেসিডেন্ট কঠোর নির্দেশনা দিয়েছেন যেন শ্রমিকরা পাওনা ঠিকমতো বুঝে পান।

আজকের বাজার/ এমএইচ