আগামী নির্বাচনকালীন যেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কার্য-অধিবেশনে মন্ত্রী এ আহ্বান জানান।
অধিবেশন শেষে আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলার ব্যাপারে বলা আছে’।
বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আগামীতেও এটা যেন অব্যাহত থাকে, সে বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকের ব্যাপারেও যেন তারা জিরো টলারেন্সে থাকেন, সে বিষয়ে নির্দেশনা আছে।’
তিনি বলেন, ‘অধিবেশনে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম আমরা তুলে ধরেছি। বিভিন্ন জেলার দু’একটি সারের গুদামের ব্যাপারে তারা (ডিসিরা) অবহিত করেছেন, আমরা সেগুলো দেখব। এছাড়া সুগার মিলগুলো যেন পুরো বছর চালু থাকে, সেজন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি।’
‘আখের মৌসুম মাত্র তিন মাসের। তাই মিলগুলো যেন চালু থাকে, সেজন্য আমরা কাঁচামাল এনে রিফাইন করে সুগার বিটে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করছি।’
তিনি বলেন, ‘আখের মৌসুমে আখ সংগ্রহ করে গুড় তৈরির দিকে যেন না যায়, সব আখ যেন সুগার মিলের দিকে আসে, সে বিষয়ে ডিসিদের লক্ষ্য রাখতে বলা হয়েছে।
সার বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই। কারণ, সার বিতরণ অত্যন্ত সুষ্ঠুভাবে হয়ে আসছে।
এমনকি ২০১৪ ও ২০১৫ সালে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ রাস্তা অবরোধ, তখনও কিন্তু সার বিতরণে কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা সব জায়গায় সার পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম।’
এসএম/