সংসদ অধিবেশনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১ এবং গান্ধী আশ্রম ( ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১ উত্থাপন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিল ২টি উত্থাপন করেন।
সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি, ক্ষমতা অর্পণ, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান, নির্বাচন কমিশন থেকে বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা- নিরীক্ষা করে ৬০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিলে একজন চেয়ারম্যান এবং ৬ জন ট্রাস্টির সমন্বয়ে ট্রাস্টি বোর্ড গঠনের বিধানের প্রস্তাব করা হয়।
এছাড়া বিলে ট্রাস্টি বোর্ডের কার্যাবলী, সচিব নিয়োগ, সচিবের দায়িত্ব ও কার্যাবলি, কর্মচারী নিয়োগ, বোর্ডের তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, ক্ষমতা অর্পণ, বিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা- নিরীক্ষা করে ৬০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।