‘নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের আচরণ মোটেই ইতিবাচক নয়’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের আচরণ মোটেই ইতিবাচক নয়।

সোমবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আগামী অর্থবছরের বাজেট নিয়ে সুজন আয়োজিত বৈঠক শেষে তিনি এসব বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন রংপুরে নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে জনআস্থা অর্জন করেছিলেন, খুলনা নির্বাচনে তা বহুলাংশে বিসর্জন দিয়েছে। তো গাজীপুরেও কিছু কিছু ঘটেছে, যেমন কিছু গ্রেপ্তার হয়েছে, কিছু প্রার্থীকে পুলিশের গাড়িতে দেখা গিয়েছে, এগুলো নিঃসন্দেহে ইতিবাচক নয়। তো এসব নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে অবশ্যই এর থেকে আমরা একটা ইঙ্গিত পাব, আগামী জাতীয় নির্বাচন কেমন হবে। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, যা ঘটেছে খুলনাতে, তার যেন পুনরাবৃত্তি না ঘটে।’

আরজেড/