গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘গাজীপুরের নির্বাচনে যেটা দেখলাম, ঠিক তেমনি অনিয়ম, আমরা দেখেছিলাম খুলনা নির্বাচনে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াটা কলুষিত করা হলো। যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবং এর মাশুল আমাদের দিতে হবে।’
বুধবার(২৭ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক দলের নিবন্ধন’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে সুজন সম্পাদক এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি প্রমুখ।
জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ হওয়ায় নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ নির্বাচনের কয়েক ঘণ্টা পর থেকেই বিএনপি জাল ভোট, কারচুপি আর অনিয়মের অভিযোগ আনলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার দাবি করা হয়েছে।
আরজেড/