আওয়ামী লীগের নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কোর কমিটির সদস্য করা হয়েছে তাকে।
শুক্রবার (২৬ অক্টোবর) দিনগত রাতে দলটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের যৌথসভায় তাকে এ দায়িত্ব দেয়া হয় বলে জানা যায়। এ কমিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মূল সমন্বয় করবে।
নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোর কমিটির ১৬ নম্বর সদস্য হিসেবে জয়কে রাখা হয়। এর আগে, তিনি কখনোই দলের কোনো ফোরামে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন না।
সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা ও পীরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য। গত সম্মেলনে নেতাকর্মীরা তাকে কার্যনির্বাহী সংসদে গুরুত্বপূর্ণ পদে চাইলেও তাতে সাড়া দেননি তিনি। তবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দল ও সরকারকে সহায়তা করে আসছেন জয়।
সূত্র: সময় টিভি