ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার তদন্ত প্রতিবেদন বিষয়ে ইসি সচিব বলেন, পুলিশ তদন্ত প্রতিবেদনে বলেছে দুই গ্রুপ পুলিশকে না জানিয়ে সেখানে গিয়েছে। দুই গ্রুপ মুখোমুখি হওয়ায় ধাক্কাধাক্কি হয়েছে, তাদের জানালে এমনটা হতো না। কমিশনকে দিয়ে বিষয়টি মিটিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।
কমিশনের সভায় সিটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ছিল না, এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয় শুধু আদেশ পালন করে। কমিশনাররা যা বলে সেটি নথিতে দেয়া জয়। পরে সিইসি অনুমোদন দিলে সেটি বাস্তবায়ন করা হয়, সম্পূর্ণ বিষয় কমিশনের। কি আলোচনা হবে, আর কি হবে না সেটি কমিশনের সিদ্ধান্ত।
আজকের বাজার/এমএইচ