বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ গড়ে উঠবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসনের কারাগার থেকে মুক্তির বিষয়ে জাতিসংঘের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে, সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে প্রশ্নে স্টিফেন দুজারিক বলেন, প্রত্যাবাসন স্বেচ্ছায় হতে হবে। রোহিঙ্গারা শিবিরে নয় নিজ বাড়িতে ফিরবে এমন পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তিনি।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮