আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সোমবার রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেনস কলেজ ভেন্যুতে ইভিএম ডেমনস্ট্রেশন প্রশিক্ষণ পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘দুয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে।’
তিনি বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম এ করা হবে তাই আগামী ৩০ জানুয়ারি মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমে ভোটদান পদ্ধতি ভোটারদের কাছে তুলে ধরা হবে। ভোটারদের আমরা আহ্বান জানাব, আপনারা দেখেন কীভাবে ইভিএমে ভোট দিতে হয়।’
আজকের বাজার/এমএইচ