নির্বাচনের সংবাদ সংগ্রহ: নীতিমালা তৈরি করছে ইসি

নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৮মে) নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এর খসড়া উপস্থাপন করা হয়।

নির্বানের সংবাদ সংগ্রহ করার সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সময় নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। তাই গণমাধ্যমের জন্য নীতিমালা তৈরির উদ্যোগ নিয়ে একটি খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন।

এই খসড়া উপস্থাপন করা হলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমের প্রতিনিধিরা বলেন, বস্তুনিষ্ঠ তথ্য পেতে হলে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি।

খসড়া নীতিমালায় নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে দশটি বিষয় রাখা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে,

১. প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।

২. ভোটকেন্দ্রের ভেতর নির্বাচনে দ্বায়িত্বপালনরত কোন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া যাবে না।

৩. ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

৪. ভোট গণনার কার্যক্রমের ছবি সরাসরি সম্প্রচার করা যাবে না।

৫. একই সঙ্গে একাধিক সাংবাদিক একই কক্ষে প্রবেশ করতে পারবেন না।

এ সময় ওই বিষয়গুলোকে গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে মত দিয়ে গণমাধ্যম প্রতিনিধিরা বলেন, নির্বাচনী সংবাদ সংগ্রহে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কোনো ভাবেই কাম্য নয়।

আরজেড/