হাইকোর্ট কর্তৃক তিন মাসের জন্য স্থগিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আজ আপিল শুনানি হবে।
মঙ্গলবার (৮ মে) দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
রোববার (৬ মে) গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। গতকাল এই স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।এছাড়া আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের আপিলও প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন বলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়েই গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো। এখন আদালতের নির্দেশনার কপি হাতে পেলে পরবর্তী করনীয় ঠিক করবে কমিশন।
আরজেড/