‘নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখান করে বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ‘এমন নির্বাচনে অংশগ্রহণ করার কোন যৌক্তিকতা নেই।’

বুধবার (২৭ জুন)গাজীপুরের টঙ্গীতে নিজ বাসভবনে  নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমার দুঃখ হলো এই, আওয়ামী লীগ একটি বিরাট দল। তার মহাসচিব, তিনি বলেছেন, এর চাইতে আর ভালো নির্বাচন আর হতে পারে না। তিনি চ্যালেঞ্জ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সঙ্গে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাই। এবং এইভাবে অ্যাকসেপ্ট করতে চাই, একজন উচ্চ আদালতের বিচারক দিয়ে একটি গণশুনানি হোক। এই গণশুনানিতে কী বেরিয়ে আসে, গোটা জাতি তথা বিশ্ববাসী দেখুক।’

তিনি বলেন, ‘আর এই সরকারের অনিয়মের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, তাহলে দেশের সব ডান-বাম এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে,’

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হয়। এ সিটির ৪২৫টির মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফল নিয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল আজ সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ হওয়ায় নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

আরজেড/