নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন বিএনপি গণতান্ত্রিক দল : নাসিম

ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন শুধু মুখে দাবি করে নয়, নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করুন বিএনপি গণতান্ত্রিক দল।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, দলীয় প্রধানকে সঙ্গে নিয়েই বিএনপি নির্বাচনে অংশ নেবে। তবে তার পূর্বে অবশ্যই বিএনপিকে বাস্তবতায় বিশ্বাস করতে হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রোহিঙ্গাদের জন্য সাহায্য দিচ্ছে।আমি বলবো আপনারা সাহায্য না দিয়ে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিন।

পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন কাউকে জেলে রেখে নির্বাচন করা আওয়ামী লীগের উদ্দেশ্য নয়।

বেসরকারি সংগঠন সূচনা প্রকল্প ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজ করা হয়।

আরএম/