তিনি আরো বলেন, আমরা কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। কিন্তু আইনের কারণে কেউ যদি নির্বাচনের বাইরে থাকে, সেখানে আমাদের কিছু করার নাই।
আনিসুল হক বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়া সাজা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী তিনি আপিল করবেন। আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের তো কিছু করার নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।
আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮