খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপাতত সেনা মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সচিব জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
এর আগে আজ সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া চার কমিশনার ও কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ড. অাব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
এস/