নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি না আসে তবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের অস্তিত্বই আর থাকবে না। এ নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে সিলেটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান ব্যবস্থার চেয়ে উত্তম ব্যবস্থা করা সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ।

আজকের বাজার/এমএইচ