দেশের জনগণ উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণ কখনই চায় না সন্ত্রাস দুর্নীতি। তাই আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের কোনো সুযোগ নেই।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোড়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আগামি সংসদ নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাবে তা ভোট আসলে বোঝা যাবে। আমরা বলেছি নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন যথাসময়ে হবে। সে নির্বাচনে কার কত জনপ্রিয়তা সেটা দেখা যাবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দণ্ডিত কয়েদি, তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে না। দণ্ডিত কয়েদিকে মুক্ত করতে হলে আইনী প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।
হানিফ বলেন, বিএনপি ভালোভাবেই জানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা তাদের নেই। আন্দোলনের হুমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই, আন্দোলনের নামে সন্ত্রাস বা নাশকতার কর্মকাণ্ড করলে উচিৎ শিক্ষা দেবার জন্য জনগণ প্রস্তুত আছেন।
আই/এস