আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী কোনও শক্তি হস্তক্ষেপ করবে না।
আজ মঙ্গলবার, ২০ নভেম্বর দুপুরে সচিবালয়ে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচনে ভারতের হস্তক্ষেপ থাকবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ ভোট না দিলে ভারত কি পারবে আমাদের জেতাতে? তাছাড়া আমরা কেন আশা করবো? দেশ তো আমাদের। ভারত আমাদের চায় কিনা তা নিয়ে আমরা কেন বসে থাকব। ভারত কেন শুধু, কারও হস্তক্ষেপই আমাদের কাম্য না। বাংলাদেশের জনগণই নির্বাচনে আমাদেরকে জয়ী করবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীদের দুর্বল ভাবি না। হেভিওয়েট প্রার্থী কেউ বাদ পড়তেই পারে তবে সময় হলেই জানা যাবে। এক্ষেত্রে শক্তিশালী প্রার্থীই দিব। সবকিছুই জোটগতভাবেই জানানো হবে। আগামি ২৪ বা ২৫ তারিখ ঘোষণা করবো চূড়ান্ত প্রার্থী তালিকা।’
ওবায়দুল কাদের আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২টি ও বাকিরা একটি আসনে মনোনয়ন পাচ্ছেন।
এদিকে, মাদকের মামলা থাকায় টেকনাফের আব্দুর রহমান বদি এবং হত্যা মামলা থাকায় টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান রানাকে এবার মনোনয়ন দেয়া হচ্ছে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আজকের বাজার/এমএইচ