রোমানিয়ার লিবারেল প্রধানমন্ত্রী লুদোভিক অরবান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। পার্লামেন্ট নির্বাচনে তার পিএনএল দলের বিপর্যয় দেখা দেয়ার এক দিন পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেন। খবর এএফপি’র।
বিরোধী বামপন্থী দল সোস্যাল ডেমোক্রেটস’র কাছে পিএনএলের পরাজয়ের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষনে অরবান বলেন, ‘আমি আজ আমার পদত্যাগ পত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’