সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষের আস্থা সফলভাবে অর্জন করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার, ৩ জানুয়ারী সকালে পূর্বাচলে জলসিড়ি আবাসন প্রকল্পে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
জেনারেল আজিজ বলেন, নির্বাচনের দিন কিছু হতাহতের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ নিরাপদে ছিল।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় সেনাবাহিনী নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। সারাদেশে এক হাজারের বেশি টহল পরিচালনা করেছে। যার ফলে মানুষ আশ্বস্ত হয়ে নিরাপদে তাদের ভোট দিতে গেছেন।’
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে সেনা মোতায়েন করা হয়। ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ