রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে আমেরিকার ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিবিএসর।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ফিনল্যান্ডের হেলসিংকিতে ১৬ জুলাই অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠকে আমেরিকার গোয়েন্দাদের করা অভিযোগ প্রত্যাখ্যান করার পর আবার কথা ঘুরিয়ে নতুন করে এ কথা বললেন ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকায় সকল ঘটনার জন্য আমি নিজে দায়ী। একজন দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি তাই মনে করছি।
আমেরিকার নেতা হিসেবে তাহলে কি ২০১৬ সালের আমেরিকা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে পুতিনকে দায়ী মনে করছেন?
সিবিএসের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প 'হ্যাঁ' বলেন।
আজকের বাজার/একেএ