আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই একটি আনুষ্ঠানিকতা মাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপাত্র এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বক্তব্য তা অবশ্যই সঠিক। এ বিষয়ে বিএনপি যে বক্তব্য দিচ্ছে পরিহার করার আহ্বান জানাচ্ছি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মানসিক বিকারগ্রস্ত মন্তব্য করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, রিজভী মিথ্যাচারে ব্যস্ত রয়েছেন। মানসিকভাবে অসুস্থ। তার এখন চিকিৎসার প্রয়োজন। তাই আমাদের পরামর্শ হবে তাকে চিকিৎসা করান। একই সাথে রিজভীকে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা অবশ্যই দেশের সাধারণ জনগণ গ্রহণ করেছে। দেশের মানুষ উন্নয়ন চায়। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। তাই ভয়ের যে রাজনীতি তা আমরা জয় করেছি। নির্বাচন অবশ্য এখন আনুষ্ঠানিকতা মাত্র।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যে গণতন্ত্রের কথা বলেছে, সেটি কী মানুষ পুড়িয়ে গণতন্ত্র? তারা বলছে, দেশে অন্ধকারের গহ্বরে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, দেশ যদি অন্ধকার গহবরেই যাবে তাহলে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘ কিভাবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে হিসেবে স্বীকৃতি দিল?
রাজধানীতে কেন বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, এটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। আমার মনে হয়, তারা এর আগে বিভিন্ন সময় সমাবেশের নামে বিভিন্ন অঘটন ঘটিয়েছে। তাই হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দিচ্ছে না।
আজকেরবাজার/এস