বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীস বলেছেন, সরকারী দলের প্রার্থীকে জেতানের জন্য প্রশাসন ও দলীয় ক্যাডারদের দাপটে ভোটার’রা আতঙ্কিত। অথচ এসব বিষয়ে নির্বাচনে কমিশনে হাজারো অভিযোগ দাখিল করলেও কখনও কোন পদক্ষেপ কমিশনের পক্ষ থেকে নেয়া হয়নি। মনে হয় তারা চমকপ্রদ ঘুমের বড়ি খেয়ে নিদ্রামগ্ন থাকেন।
রোববার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টন দলের কাযার্রলয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নির্বাচন নিয়ে এই কমিশন এখনও পর্যন্ত কোন অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, বরং বৃত্তপথেই ঘুরে বেড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান, আবুল খায়ের ভুইয়া, হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সক্লুসিভ রিলেটেড নিউজ